কুড়িগ্রামের চিলমারীতে ৫ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পণ্ডিত বই মেলা। বুধবার ১ মার্চ থেকে শুরু হচ্ছে বই মেলা চলবে ৫ মার্চ পর্যন্ত। পণ্ডিত বই মেলার আহ্বায়ক নাহিদ হাসান নলেজ বিষয়টি নিশ্চিত করেছেন। নাহিদ হাসান জানান, প্রতিবারের মতো এবারো থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বই মেলা।
মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ, লেখক, অনুবাদক সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ। ৫ দিন ব্যাপী বই মেলায় বিশিষ্ট গুণি জনদের সাথে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে পণ্ডিত বইমেলা কে কেন্দ্র করে চিলমারী উপজেলায় স্কুল ও মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী নুসরাত জাহান তিন্নি বলেন, চিলমারীর এই বই মেলা শুধু একটা বই মেলা নয়, এটি চিলমারীর মানুষের মিলন মেলা, একটি সাংস্কৃতিক ও জ্ঞানের চর্চা কেন্দ্র এবং উন্নত মনন গঠনে উৎপাদনশীল ভাবধারার ঐকতান। স্থানীয় অভিভাবক আমিনুল ইসলাম বলেন, পণ্ডিত বই মেলাটা এখন আমাদের চিলমারীর মানুষের কাছে একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে।