Top
সর্বশেষ

ইলন মাস্ক চ্যাটজিটিপির প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন

০১ মার্চ, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
ইলন মাস্ক চ্যাটজিটিপির প্রতিদ্বন্দ্বী নিয়ে আসছেন
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ইলন মাস্ক সম্প্রতি চ্যাটজিপিটির বিকল্প নিয়ে আসার জন্য একটি নতুন গবেষণা ল্যাব গঠনের বিষয়ে এআই গবেষকদের সঙ্গে যোগাযোগ করেছেন।

টেসলা এবং টুইটারের প্রধান মাস্ক একটি প্রতিবেদনে জানান, সম্প্রতি অ্যালফাবেটের ডিপমাইন্ড এআই ইউনিট ছেড়ে যাওয়া গবেষক ইগর বাবুশকিনকে এই ল্যাবে নিয়োগ দেওয়া হচ্ছে।

সম্প্রতি ওপেন এআই- এর চ্যাটজিটিপি প্রযুক্তি বিশ্বে নতুন এক বিপ্লবের সৃষ্টি করে। এটি গদ্য, কবিতা বা এমনকি কম্পিউটার কোড অন কমান্ডের খসড়া তৈরি করতে পারে। এটির জনপ্রিয়তা প্রযুক্তি বিশ্বে বাড়তে থাকলে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চিন্তার কারণ দেখা যায়। এছাড়াও চ্যাটজিপিটির মিডিয়া কভারেজ এই চিন্তাকে আরও বাড়িয়ে দেয়, কিছু আউটলেট হেড-টু-হেড পরীক্ষায় গুগলের বিরুদ্ধেও চ্যাটজিপিটিকে তুলে ধরেছে। এর জবাবে গুগলও নিয়ে আসে তাদের বার্ড।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডুও- এর প্রতিদ্বন্দ্বী নিয়ে আসার ঘোষণা দেয়।

২০১৫ সালে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী স্যাম আল্টম্যানের সঙ্গে অলাভজনক স্টার্টআপ হিসেবে ওপেনএআই এর সহ-প্রতিষ্ঠাতা মাস্ক ২০১৮ সালে এর বোর্ড ছেড়ে চলে যান।

তবে এখন মাস্ক এবং বাবুশকিন এআই গবেষণার জন্য একটি টিম একত্রিত করার বিষয়ে আলোচনা করেছেন। যদিও প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্ট কোনো প্রোডাক্ট ডেভেলপের কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়নি ।

বাবুশকিন জানান, তিনি মাস্কের এই উদ্যোগে এখনো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেননি।

তবে পরবর্তীতে আর কোনো মন্তব্যের জন্য মাস্ক এবং বাবুশকিনের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি।

শেয়ার