ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সমজিদগুলোতে ব্যাপকহারে বেড়েছে চুরি। গত ১ মাসের মধ্যে পৌরসভার ৫২টি মসজিদের মধ্যে ২০টি মসজিদে সোলার ব্যাটারি চুরি হয়েছে।
মসজিদের ব্যাটারি, পানি তোলার পাম্প এমন কি দান বাক্স পর্যন্তও রেহাই পাচ্ছেনা চোরদের হাত থেকে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে আমরা কি মসজিদে মসজিদে পাহাড়া দেবো? সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু মসজিদেই নয়, উপজেলা জুড়ে ব্যাপকহারে চুরির হিড়িক হঠাৎ বেড়ে গেছে। গত ১ মাসের মধ্যে পদমপুর এলাকার রায়েস আলী’র মোবাইল,বাইসাইকেল ও নগদ টাকা,কেউটানের সোহেল রানার ২টি গরু, বলিদ্বারার হুমায়ুন কবিরের গোডাউনের নগদ ৮৫ হাজার টাকা,সুমনের বিভিন্ন মালামাল সহ ৩০ হাজার টাকা, নেকমরদ যদুয়ারে হাবিবুর রহমানের ১টি গরু, আবু সাইদ ইউসুফ আলী’র স্বর্ণালংকার সহ ৫ লক্ষ টাকা, পারকুন্ডার সুজন রায়ের ১টি গরু, আনারুলের ২টি গরু, কুমোরগঞ্জ কমিউনিটি ক্লিনিকের মোটর, নেকমরদ- যদুয়ার গ্রামের ইব্রাহীমের বাড়িতে স্বর্ণালংকার সহ ১৫ লক্ষ টাকা, টিউবওয়েল, চোপড়া প্রাথমিক বিদ্যালয়ের মোটর, ভরনিয়া উচ্চ বিদ্যালয়ের ল্যাবটব চুরি হয়েছে।
এ ছাড়াও আমজুয়ান মসজিদের ব্যাটারি, আমজুয়ান সামসিয়া মসজিদের ব্যাটারি, ফুলবাড়ি মসজিদের ব্যাটারি, খঞ্জনা মসজিদের ব্যাটারি, বিলপাড়া ও বলিদ্বারা মসজিদের দান বাক্স ও পৌরসভা ৫২টি মসজিদের মধ্যে ২০টি মসজিদে সোলার ব্যাটারি চুরি হয়েছে। মসজিদসহ এসব চুরির ঘটনায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, প্রতিটি মসজিদে মসজিদে কি আমরা পাহাড়া দেবো? এটি দায়িত্ব হচ্ছে মসজিদ কমিটির। আমরা চোরের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, এরই মধ্যে এই উপজেলার কুখ্যাত চোর সর্দার আমীর হোসেনকে গত ২৬ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার করা হয়েছে।