ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য কর্তৃক সন্তানদের লেখাপড়া বন্ধ করে দেওয়া, জমি দখল সহ প্রাণনাশের হুমকি দেওয়ায় অভিযুক্ত ইউপি সদস্য ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
০১ মার্চ বুধবার দুপুরে শহরের ইসলামবাগে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল কুদ্দুস। তিনি বলেন, জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউপির বলঞ্চা গ্রামে তার ৭ শতক জমি রয়েছে যা তার পৈত্রিক সম্পত্তি।
৩ বছর আগে তিনি তার চাচাতো ভাই আছিরুল ইসলামের অপর একটি ৪ শতক জমির সাথে বদল করে রেজিস্ট্রি করেন। পরবর্তীতে আছিরুল সে চুক্তি না মেনেই কুদ্দুসের জমিটি নিজের বলে দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ ফেব্রুয়ারি রাণীশংকৈল এর ৬ নং কাশিপুরের ইউপি সদস্য আইনুল হক তার লোকজন নিয়ে কুদ্দুসের জমি দখলে যায়। সেখানে ইউপি সদস্য আইনুলের লোকজনের হাতে কুদ্দুস এবং তার পরিবারের সকলেই গুরুতর আহত হন ।
এ ঘটনায় ভুক্তভোগী কুদ্দুস গত ২৭ তারিখে রাণীশংকৈল থানায় একটি মামলা করলে ওইদিন রাতেই গ্রেফতার হন আইনুল। কিন্তু আইনুল হক প্রভাবশালী ব্যক্তি হওয়ায় জামিনে বের হয়ে যান। জামিনে বের হয়েই কুদ্দুস ও তার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার এবং সন্তানদের পরীক্ষা দেওয়া ও লেখাপড়া বন্ধ করে দেওয়ায় হুমকি দিয়ে আসছে ইউপি সদস্য আইনুল। নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে এবং সন্তানদের লেখাপড়া বন্ধ হবার ভয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন কুদ্দুস ও তার পরিবার। তারা সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আইনুল হক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।