Top
সর্বশেষ

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে মিলল ২০ লাখ টাকার জাল নোট, আটক ২

০১ মার্চ, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
চট্টগ্রামে যাত্রীবাহী বাসে মিলল ২০ লাখ টাকার জাল নোট, আটক ২
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার চুনতি এলাকায় বাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০) ও ভোলা দৌলত খাঁচর পাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২)।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জাল টাকা পাচার করছে। গোপনে এমন সংবাদে এসআই মাহফুজুর রহমান থানা পুলিশের একটি টিম নিয়ে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাসে তল্লাশি চালায়। এসময় ওমর আলী ও রুবেল নামে দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকার ২০টি বান্ডিলে মোট ২০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

শেয়ার