Top
সর্বশেষ

আদানি বিতর্কে ভারতের আদালতে তদন্ত কমিটি গঠন

০৩ মার্চ, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
আদানি বিতর্কে ভারতের আদালতে তদন্ত কমিটি গঠন
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ। এর পরপরই বহু বিনিয়োগকারী আদানির শেয়ার থেকে টাকা তুলে নিতে শুরু করে, ফলে দ্রুত পড়তে থাকে শেয়ারের দাম। এ নিয়ে দু’টি মামলা দায়ের হয় ভারতের সুপ্রিম কোর্টে।

শেয়ার বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় সংস্কার সাধনের উদ্দেশে সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে ওমপ্রকাশ ভট্ট, বিচারপতি জেপি দেবদত্ত, কেভি কামাথ, নন্দন নিলেকানি এবং সোমাশেখর সুন্দারেশনের কমিটি শেয়ার বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখবেন। বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তা থেকে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা দরকার বলে মনে করেছে আদালত।

এর আগে আদালতের পর্যবেক্ষণ ছিল, বিপজ্জনক পরিস্থিতি থেকে বাঁচাতে নিয়ন্ত্রক কাঠামোর যথাযথ মূল্যায়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থে নিয়ন্ত্রণ প্রক্রিয়া জোরদার করা প্রয়োজন। তাই এ বিষয়ে অভিজ্ঞদের কমিটির সদস্য করে দেশের বিনিয়োগকারীদের ভরসা জোগাতে চায় আদালত।

তদন্ত কমিটির অন্যতম সদস্য ওমপ্রসাদ ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত স্টেট ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। বিশ্লেষকরা বলছেন, সে সময় একাধিক প্রতিকূলতার মুখে পড়েছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। কড়া হাতে তার মোকাবিলা করার কৃতিত্ব তারা ওমপ্রসাদকেই দিয়ে থাকেন।

কমিটির আরেক সদস্য, তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নিলেকানিকে অনেকেই আধার কার্ডের অন্যতম জনক বলে থাকেন। দেশে নাগরিকদের যাবতীয় তথ্য নথিবদ্ধ করে আধার কার্ড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল যে সংস্থাকে, সেই ইউআইডিএআই-এর চেয়ারম্যান হিসাবেও ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন তিনি।

কমিটির অন্যতম সদস্য বিচারপতি দেবদত্ত দীর্ঘদিন শেয়ার এবং বিনিয়োগ সংক্রান্ত ট্রাইব্যুনালের প্রধান হিসাবে কাজ করেছেন। কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি সাপ্রে গৌহাটি হাই কোর্ট এবং মণিপুর হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি হিসাবে অবসরগ্রহণ করেন। কাবেরী জলবণ্টন মামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়ের সঙ্গে জড়িয়ে আছে সাপ্রের নাম।

এদিকে ভারতের সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির অন্যতম সদস্য কামাথও তার কর্মজীবনে একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষপদে ছিলেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর জন্য তৈরি হওয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ছাড়াও ইনফোসিস এবং বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কের চেয়ারম্যান হিসাবেও কাজ করেছেন কামাথ।

কমিটির সদস্য সুন্দারেশন শেয়ার বাজার বিশেষজ্ঞ। সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করলেও পরে বিভিন্ন বহুজাতিক সংস্থার শেয়ার সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন তিনি।

শেয়ার