Top

কুমার বিশ্বজিৎ-এর ছেলে নিবিড়ের লাইসেন্স বৈধ ছিল

০৪ মার্চ, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
কুমার বিশ্বজিৎ-এর ছেলে নিবিড়ের লাইসেন্স বৈধ ছিল
প্রবাস ডেস্ক :

গত ১৩ ফেব্রুয়ারি টরন্টোতে যে গাড়িটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সেই গাড়িটি চালাচ্ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। নিবিড় কুমারের ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হলেও তার লাইসেন্স বৈধ ছিল বলে জানানো হয়েছে প্রভিন্সিয়াল পুলিশের প্রতিবেদনে।

ওই দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন নিবিড়। স্থানীয় পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল।

কলিশন রিপোর্টে প্রপার লাইসেন্স টু ড্রাইভ ক্লাশ অব ভেহিকলে উল্লেখ করা হয়েছে ‘ইয়েস’। সাসপেনডেন্ড ড্রাইভারের উত্তরে লেখা আছে ‘নো’। কলিশন রিপোর্ট অনুসারে নিবিড় কুমার দে বৈধ লাইসেন্স নিয়েই গাড়ি চালাচ্ছিলেন।

নিবিড় কুমার দে বর্তমানে টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

নিবিড়ের চাচা অভিজিৎ দে একটি ফেসবুক পোস্টে বলেছেন, অন্টারিওর প্রভিন্সিয়াল পুলিশ তাদের কলিশন রিপোর্টের কপি দিয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তা বলেছেন, এটি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দুর্ঘটনায় তারা মাদক বা ড্রাগের কোনো সম্পৃক্ততা পাননি। পুলিশ আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

শেয়ার