Top

সম্রাট আকবরকে খলনায়ক বানানো হয়েছে বললেন নাসিরুদ্দিন শাহ

০৪ মার্চ, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
সম্রাট আকবরকে খলনায়ক বানানো হয়েছে বললেন নাসিরুদ্দিন শাহ
বিনোদন ডেস্ক :

তাজ: ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে অভিনয় করার দৌলতে মোঘলদের নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন নাসিরুদ্দিন শাহ। মোঘলদের খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। পাঠ্যবইতে মোঘল সম্রাটদের নিয়ে অনেক ভুল তথ্য রয়েছে বলে দাবি করেছেন প্রবীণ অভিনেতা। এবার মোঘলদের গুণগান করে ব্রিটিশদের কাঠগড়ায় তুললেন তিনি।

সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজে সম্রাট আকবরের ভূমিকায় দেখা গেছে নাসিরুদ্দিন শাহকে। এই চরিত্রে অভিনয় করার জন্য বেশ গবেষণা করতে হয়েছে তাকে। আর আকবরকে নিয়ে বিভিন্ন তথ্য ঘাঁটাঘাঁটি করতে গিয়েই বেশ কিছু অজানা তথ্য এসেছে অভিনেতার সামনে। বিভিন্ন সাক্ষাৎকারে সেসব ফাঁস করেছেন নাসিরুদ্দিন।

সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো শাসকই সম্পূর্ণরূপে ভালো ছিলেন না। কিন্তু কয়েকজন খারাপ বলেই যে সব মুসলিম শাসক খারাপ হবে এর কোনো মানে নেই। তৈমুর, নাদির শাহরা মুসলিম ছিলেন বলে মোঘলদের তাদের মতো ভাবা হয়। কিন্তু ওই শাসকরা লুট করেছেন, মোঘলরা তা করেননি।’

নাসিরুদ্দিনের দাবি, মোঘলরা এ দেশে এসে পাকাপাকিভাবে বাস করতে চেয়েছিল। লুট করার ইচ্ছা তাদের ছিল না। অভিনেতা বলেন, ‘ভারতকে সমৃদ্ধ করেছে মোঘলরা। ভারতের অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করে দিয়ে গিয়েছে তারা। বরং ব্রিটিশরাই ছিল আসল লুটেরা। স্কুলের পাঠ্যবইতে ব্রিটিশ ও ব্রিটিশ পরবর্তী অধ্যায়কে গুরুত্ব দেওয়া হয়েছে। গুপ্ত, মৌর্য্য সাম্রাজ্য সম্পর্কে আরও বেশি তথ্য থাকা উচিত ইতিহাস বইয়ে।’

কিছুদিন আগেই নাসিরুদ্দিন বলেছিলেন, ‘সম্রাট আকবর সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে পাঠ্যবইতে। দিন-এ-ইলাহি নামে কোনো নতুন ধর্ম প্রবর্তন করার পরিকল্পনা ছিল না তার। আকবর ভালো মানুষ ছিলেন। সব ধর্মকে শ্রদ্ধা করতেন তিনি।’

অভিনেতার কথায়, ‘আকবর সুফিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পাশাপাশি বৌদ্ধ ও জৈন উপাসকদের সংস্পর্শেও এসেছিলেন তিনি। সম্রাট আকবর প্রকৃত অর্থেই একজন মানুষের মতো মানুষ ছিলেন।’

শেয়ার