Top

খানসামাম বিদ্যুৎস্পৃষ্টে লাইন ম্যানের মৃত্যু

০৪ মার্চ, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
খানসামাম বিদ্যুৎস্পৃষ্টে লাইন ম্যানের মৃত্যু
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক লাইন ম্যান নিহত হয়েছেন।

শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার ঘাটপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাইন ম্যান হাফিজুর রহমান পাশ্ববর্তী নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ঝারপাড়ার আনিসুর রহমানের ছেলে।

জানা যায়, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বৈদ্যুতিক পিলারে উঠে খানসামা ও বীরগঞ্জ এর বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন নিহত লাইন ম্যান হাফিজুর রহমান ও মোহাম্মদ রফিক। কাজ শেষ হয়ে না নামতেই বিদ্যুৎ অফিসে সহ-ইঞ্জিনিয়ার কাজ শেষ হয়েছে বলে জানান। পরে বীরগঞ্জ অফিস থেকে সংযোগ দিলে বিদ্যুতায়িত হয়ে নিচে পরে যান নিহত হাফিজুল। স্থানীয় জনগণ উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে সংযোগ দিয়েছেন কিনা এ বিষয়ে কথা বলতে চাইলে সহ ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক কথা বলতে রাজি হন নি।

বিষয়টি নিশ্চিত করে পল্লীবিদ্যুতের এজিএম ইফতেখার আহমেদ বলেন, এরকম মর্মান্তিক মৃত্যু আসলেই দুঃখজনক। এর সাথে কেউ জড়িত আছে কি না সেটা তদন্ত করে খতিয়ে দেখা হবে।

শেয়ার