Top
সর্বশেষ

নোয়াখালীতে এক একর জমির করলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

০৪ মার্চ, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
নোয়াখালীতে এক একর জমির করলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার গ্রামে রাতের আঁধারে এক একর জমিতে রোপণ করা করলা গাছ কেটে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। করলা চাষির অভিযোগ, এলাকায় তেমন কারো সাথে শত্রুতা নেই, তারপরও দূর্বৃত্তরা গাছগুলো উপড়ে ফেলেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের চরজব্বার গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে চাষি মো.ফারুকের জমিতে এ ঘটনা ঘটে। রাতের বেলায় জমির সব গাছ কেটে ও উপড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। আসন্ন রমজানে বাজারে বিক্রির উদ্দেশে এই জমিতে করলা চাষ করছিলেন তিনি।

চাষী মো.ফারুক জানান, উপজেলার চরজব্বার গ্রামের গ্রামের মাঠে এক একর জমি চাষ করেন। সেই জমিতে মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলা গাছ রোপণ করেন। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। সন্ধ্যায় বাজারে প্রথম তোলার ৪২ কেজি করলা বিক্রি করেন। কিন্তু রাতে কে বা কারা সব গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। শনিবার সকালে তিনি জানতে পারেন, তার ক্ষেতের সব করলার গাছ নুয়ে পড়েছে, তিনি ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে।

চাষি ফারুক বলেন, আমি গরিব কৃষক। অনেক ধারদেনা করে এক একর জমিতে করলা চাষ করেছি। আমার যা পুঁজি ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। এতে প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল। এখন দেখছি সবই শেষ। কারা এই কাজ করেছে জানতে চাইলে মো.ফারুক বলেন, গাছগুলো কে কেটেছে তা তিনি দেখেননি। তবে এ ঘটনার কে জড়িত থাকতে পারেন জিজ্ঞেস করা হলে তিনি কাউকে সন্দেহ করছেন না বলে জানান।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল মাওলা চৌধুরী জানান, কৃষক ফারুক নিজের উপার্জিত সব অর্থ এই জমিতে ব্যয় করেছেন। এখন তার সব শেষ। এ ধরনের ঘটনা এর আগেও এলাকায় ঘটেছে। তাদেরকে খুজে বের করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে কঠিন শাস্তির দাবি করছেন তিনি।

সুবর্ণচর উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কাহারা কৃষক ফারুকের করলা গাছ কেটে ও উপরে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার