Top
সর্বশেষ

কেন্দুয়ায় আ. লীগ সরকারের উন্নয়ন প্রচারে আব্দুল মতিন

০৪ মার্চ, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
কেন্দুয়ায় আ. লীগ সরকারের উন্নয়ন প্রচারে আব্দুল মতিন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

কেন্দুয়া- আটপাড়ার গ্রামীন জনপদের সাধারণ মানুষের কাছে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচার করছেন এবং নিজের মনোনয়ন প্রাপ্তির জন্য দোয়া চেয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং বংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এডভোকেট মোঃ আব্দুল মতিন।

শনিবার ( ৪ মার্চ) বিকাল উপজেলার মাসকা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের সাথে মাসকা বাজারে মতবিনিময় করেছেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, বাজারের প্রত্যেকটি দোকান ঘরে হেঁটে গিয়ে সকলের সাথে সাক্ষাত করে করমর্দনের মাধ্যমে নিজের মনোনয়নের জন্য দোয়া চেয়েছেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগে সরকারের উন্নয়ন ও সফলতার গল্প বলেন এবং জনসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আফজাল হোসেন মুকুল, যুবলীগ নেতা তাজুল ইসলাম, সৈয়দ সেলিম, মাসকা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, সেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম সোহাগ , ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বিল্লাল তালুকদার প্রমুখ।

এছাড়াও মাসকা বাজার জনসংযোগ শেষে দলীয় কার্যালয়ে বসেন এবং পরবর্তী আওয়ামী লীগ নেতা আব্দুল হক এর স’মিলে বসে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে দলের উন্নয়ন প্রচার করেন। এসময় আওয়ামীলীগ নেতা বিদ্যা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মতিন স্থানীয় নেতা-কর্মীদের কাছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

শেয়ার