Top
সর্বশেষ

‘বিটিএস’র জাংকুক নাচলেন ‘নাটু নাটু’ গানে

০৫ মার্চ, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
‘বিটিএস’র জাংকুক নাচলেন ‘নাটু নাটু’ গানে
বিনোদন ডেস্ক :

‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি একের পর এক রেকর্ড গড়ছে। ভারতীয়দের মন জয় করে এখন পুরো বিশ্বকে মাতিয়ে রেখেছে এই গান। সম্প্রতি লাইভে ‘নাটু নাটু’ গানের তালে নেচে উঠতে দেখা গেলে ‘বিটিএস’-এর জাংকুককেও।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের কনিষ্ঠতম সদস্য জাংকুক। ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে প্রায়ই উইভার্স অ্যাপে লাইভে আসেন জাংকুক। তাদের সঙ্গে গল্প করেন, গান করেন। শুক্রবার (৩ মার্চ) রাতে তেমনই এক লাইভ সেশনে এসেছিলেন গায়ক। লাইভে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গান চালিয়ে দেন তিনি। গানের তালে নেচেও উঠতে দেখা যায় তাকে।

এদিকে জাংকুকের লাইভে গানটি চালানোর পর দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্সের ট্রেন্ডিং-এর দ্বিতীয় স্থানে চলে এসেছে ‘আরআরআর’ ছবিটি। জাংকুক ভক্তরা একবার হলেও শুনছেন প্রিয় তারকার পছন্দের গানটি।

‘গোল্ডেন গ্লোব’ জেতার পর ‘নাটু নাটু’ এখন অস্কারের অপেক্ষায়। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনীত হয়েছে গানটি।

শেয়ার