Top
সর্বশেষ

হৃদ্‌রোগ থেকে সুস্থ হয়ে কী জানালেন সুস্মিতা?

০৫ মার্চ, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ
হৃদ্‌রোগ থেকে সুস্থ হয়ে কী জানালেন সুস্মিতা?
বিনোদন ডেস্ক :

বড়সড় বিপদের হাত থেকে সবে রক্ষা পেয়েছেন। দিন কয়েক আগে সমাজমাধ্যমে নিজের হার্ট অ্যাটাকের খবর দেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। হার্ট অ্যাটাকের পর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্টও। ঘটনার দু’দিন পরে সমাজমাধ্যমে নিজেই এই খবর জানান বলিউড অভিনেত্রী।

এই খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে ঝড় ওঠে। কেমন আছেন সুস্মিতা? প্রশ্ন সকলের মনে। তার পর কেটেছে দিন দু’য়েক। নিজের স্বাস্থ্যের আপডেট দিতে ফের সমাজমাধ্যমে এলেন সুস্মিতা। ইনস্টাগ্রাম লাইভে অভিনেত্রী জানালেন, আপাতত তিনি ভাল আছেন। বিশ্রামে রয়েছেন, সুস্থ হচ্ছেন ধীরে ধীরে। পাশাপাশি, তাঁর বিপদের সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদেরও।

শনিবার ইনস্টাগ্রাম লাইভে এসে সুস্মিতা বলেন, ‘‘আমি বেশ বড়সড় হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা পেয়েছি। মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। আমাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ।’’ এত বড় বিপদের মুখ থেকে ফিরেছেন। মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন তিনি। তবে এই অভিজ্ঞতা তাকে ডরাতে পারেনি। ইনস্টাগ্রাম লাইভে হাসিমুখে জানান বাস্তবের ‘আরিয়া’। সঙ্গে অভিনেত্রী এও বলেন, ‘কার্ডিয়োলজিস্ট আমাকে বলেছেন, ‘আমার হৃদয় নাকি সত্যিই বেশ বড়’!’’ সেই হৃদয়কে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চান তিনি। সমাজমাধ্যমের পাতায় জানান সুস্মিতা।

শেয়ার