Top
সর্বশেষ

ইয়াবা’সহ কক্সবাজারের রহিম হাজীগঞ্জে আটক

০৫ মার্চ, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
ইয়াবা’সহ কক্সবাজারের রহিম হাজীগঞ্জে আটক
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী নিয়মিত অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ কক্সবাজারের মাদক ব্যবসায়ী মো.আব্দুল রহিম (৩৭)কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্স’সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় হাজীগঞ্জ থানাধীন বাকিলা রেল ক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মো. আব্দুল রহিমকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার উখিয়া থানার তাজিম্যার খোলা এলাকার মৃত আব্দুছ শুক্কুরের ছেলে মো.আব্দুল রহিম (৩৭)।

গ্রেফতারকৃত আাসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। পরবর্তীতে তাকে চাঁদপুর আদালতে সোপার্দ করা হবে বলে জানান পুলিশ।

শেয়ার