Top

পাকেরহাটে ডেইলি চিলিং সেন্টার উদ্বোধন

০৫ মার্চ, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ
পাকেরহাটে ডেইলি চিলিং সেন্টার উদ্বোধন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে ব্র্যাকের ডেইলি চিলিং সেন্টার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।

রবিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পাকেরহাট বাইপাসে এই চিলিং সেন্টারের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

ব্র্যাকের মিল্ক কালকেশন বিভাগের ডিজিএম ডা. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও মারুফ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর অমল কুমার দাস, মিল্ক কালেকশন বিভাগের ম্যানেজার মিজানুর রহমান ও প্রডিউসার বিভাগের ডেপুটি ম্যানেজার রিপন মিয় এবং উপজেলার শতাধিক খামারী।

উল্লেখ্য, এই চিলিং সেন্টার থেকে দুধের মান অনুযায়ী বিভিন্ন দামে দুধ ক্রয় করবে ব্র্যাকের দুধ কালেকশন বিভাগ। এতে খামারীরা সহজেই দুধ বিক্রয় করে লাভবান হবে বলে আশা সংশ্লিষ্টদের।

 

শেয়ার