Top
সর্বশেষ

নোয়াখালীতে হত্যাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেফতার

০৫ মার্চ, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
নোয়াখালীতে হত্যাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীতে হত্যাসহ একাধিক মামলার আসামি মো. নুর উদ্দিন ফাহাদ (৩৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

রোববার (৫ মার্চ) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ডাকবাংলোর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. নুর উদ্দিন ফাহাদ বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের এনামুল হকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি ফাহাদের বিরুদ্ধে হত্যাসহ ৯ টি মামলা রয়েছে। আমরা তাকে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করেছি।

 

শেয়ার