Top
সর্বশেষ

মাদারীপুরে সুদের টাকা দিতে না পেরে এক বৃদ্ধের আত্মহত্যা

০৫ মার্চ, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
মাদারীপুরে সুদের টাকা দিতে না পেরে এক বৃদ্ধের আত্মহত্যা
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কালু আকন (৬৫) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন।
রোববার (০৫ মার্চ) দুপুরে ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামের এই বিষপানের ঘটনা ঘটে।

তিনি সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামের মতিন আকনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,দীর্ঘ দুই বছর আগে বিশ লাখ টাকা সুদের এনে ছেলেকে জার্মানি পাঠান তার বাবা। কিন্তু ছেলে জার্মানি পৌঁছালে পর সেই টাকা না দিতে পারায়। প্রতিনিয়ত সুূদকারবারীরা সুদের টাকা নেওয়ার জন্য বাড়িতে ভিড় করেন। সুদের টাকা দিতে না পারায় আজ রোববার দুপুরে পশ্চিম রথুরামপুর গ্রামের নিজ বাড়িতে কীটনাশক বিষপান করে আত্মাহত্যা করেন কালু আকন। এ সময় স্থানীয় লোকজন শব্দ শুনে এগিয়ে যায়। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক কালু আকনকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, দুই বছর আগে আজাহার আলী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন এবং গ্রামের কিছু সুদ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা সুদে নেন। কিন্তু ওই সুদ ব্যবসায়ীরা টাকা পরিশোধ করতে নানা ভাবে চাপ প্রয়োগ করলে এক পর্যায়ে সুদের টাকা জোগার করতে না পারায় নিরুপায় হয়ে বিষপান করে আত্মহত্যা করেন তিনি।
এদিকে তার এই মৃত্যুর জন্য সুদ ব্যসায়ীদের বিচার দাবি করছেন পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

স্থানীয় দেলোয়ার আকন বলেন, তার ছেলেকে বিদেশ পাঠাইতে অনেক টাকা ব্যয় হয়েছে তার বাবার।এজন্যই বিভিন্ন ঋণ-দেনায় জর্জরিত এবং সুদের টাকা পাওনাদারদের পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করতে পারেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আত্মহত্যা ঘটনা শুনেছি। কিন্তু কি কারনে মারা গেছে সেটা জানি না। ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে আনইগত ব্যবস্হা নেওয়া হবে।

শেয়ার