ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা। রোববার (৫মার্চ) বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক ও জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরীর মাঠে ১০ দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে।
রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বেলুন উড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন। পরে পাবলিক লাইব্রেরীর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্টোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান হাবু, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিসিক রংপুর জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শামীম হোসেন।
এবছর মেলায় রংপুর জেলার বিভিন্ন স্থানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের ৫৫টি স্টল অংশ নিয়েছে। মেলায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর রুপান্তর নামের একটি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।