Top

‘ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না’

০৬ মার্চ, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
‘ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না’
রংপুর প্রতিনিধি :

বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না জানিয়ে হুশিয়ারি দিয়েছেন রংপুরের প্রথম নারী জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। তিনি বলেছেন,যারা পরীক্ষায় পাশ করবে শুধু তারাই লাইসেন্স পাবে। এর ব্যতিক্রম ঘটলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি লাইসেন্স প্রত্যাশীদে ট্রাফিক আইন ভালো করে জেনে ও পড়ে পরিক্ষায় অংশ নেয়ার আহ্বান জানান। সোমবার(৬মার্চ) দুপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, এর আগে ড্রাইভিং লাইসেন্স কি করে পেয়েছেন সেটা আমার জানান দরকার নেই। কেউ কোথাও টাকা দিয়ে থাকলে আমাদের জানাবেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো। জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা এখন স্বচ্ছতার সাথে কাজ করবে। বিশেষ করে তিনি নিজেও লাইসেন্স এর পরীক্ষাগুলো দেখবেন বলে জানান।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রংপুরের রেজাউল করিম,বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক এটিএম জালাল উদ্দিন।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

শেয়ার