Top

ঠাকুরগাঁওয়ে সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

০৬ মার্চ, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে জেলা কার্যালয় থেকে একটি লালপতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যপী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাভোকেট আবু সায়েম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাত সমীর, হরিপুর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাহাবুদ্দিন, বালিয়াডাঙ্গী উপজেলা সাধারণ সম্পাদক মুসলেম উদ্দীন, জেলা কমিটির সদস্য ও জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, রাণীশংকৈল উপজেলা কৃষক সমিতির সভাপতি জাকারিয়া মাসুম প্রমূখ।

বক্তারা বলেন, লড়াই-সংগ্রাম, আত্মত্যাগ ও নীতিনিষ্ঠ রাজনীতির সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর গৌরবময় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বক্তারা বৈষম্য-শোষন-দুর্নীতিমুক্ত ও সমাজভিত্তিক দেশ গড়তে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। গ্যাস, তেলসহ নিত্যপণ্যের দামের উর্ধ্বগতিতে মেহনতি মানুষের আজ নাভিশ্বাস অবস্থা দাঁড়িয়েছে। অবিলম্বে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ঘুষ-দুর্নীতি বন্ধ, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, সবার জন্য বাঁচার মতো মজুরি ও কাজের নিশ্চয়তা, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বক্তারা।

শেয়ার