Top
সর্বশেষ

নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশু নিহত

০৬ মার্চ, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশু নিহত
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্নচর উপজেলায় রাস্তা পারাপারের সময় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইসমত তারা আলেয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৬মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলেয়া চর ওয়াপদা ইউনিয়নের চর কাজি মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আলেয়া রাস্তা পার হওয়ার সময় একই সড়ক দিয়ে যাওয়া একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই আলেয়া নিহত হয়। ঘটনার পরপরই ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার