Top

নোয়াখালীতে ডিবির ফাঁদে কথিত ‘জিনের বাদশা’ আটক

০৭ মার্চ, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ
নোয়াখালীতে ডিবির ফাঁদে কথিত ‘জিনের বাদশা’ আটক
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শহীদুল ইসলাম প্রকাশ সহিদ উল্যা (৫০) নামে এক কথিত ‘জিনের বাদশা’কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক শহীদুল ইসলাম উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।

মঙ্গবার (৭ মার্চ) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর থেকে প্রতারক সহিদ জিনের ভয় দেখিয়ে ঝাড়ফুঁক, কবিরাজির কারসাজি করে প্রতারণামূলকভাবে ৮ লক্ষ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারামা থানায় মামলা করেছেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার