Top
সর্বশেষ

আগুনে পুড়ে যাওয়া শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাচালেন চিকিৎসক

০৮ মার্চ, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
আগুনে পুড়ে যাওয়া শিশুকে রক্ত দিয়ে প্রাণ বাচালেন চিকিৎসক
নোয়াখালী প্রতিনিধি :

আগুনে পুড়ে গেছে শিশুটির পুরো শরীর। মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দেয়। তাৎক্ষনিক রক্তদাতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশুটির মায়ের আর্তনাদে ভারি হয়ে যায় হাসপাতালের চারপাশ। অবশেষে সেই শিশুকে বাঁচাতে নিজেই রক্ত দিতে প্রস্তুত হয়ে গেলেন জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক। এক ব্যাগ রক্ত দিয়ে প্রাণ বাচানো হলো শিশুটির।

মানবিক এই দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন নোয়াখালী হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে।

পুড়ে যাওয়া শিশু মোহাম্মদ আজিম (২) এর বাড়ী উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শতফুল গ্রামে। তাঁর পিতা মোঃ জিহাদ একজন দিনমজুর। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের ১২ নং বেডে ভর্তি আছেন।

শিশুটির সাথে থাকা তার মা নাজমা বেগম জানান, বাড়ীতে ধান সিদ্ধ করা চুলা থেকে নেওয়া গরম ছাই স্তুপ করে রাখা ছিল। শিশুটি হাটতে হাটতে সেই গরম ছাইয়ের স্তুপের মধ্যে পড়ে যায়। এতে তাঁর দুই পা সহ শরীরের অনেকাংশ পুড়ে যায়।

গত ৪ মার্চ (শনিবার) মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎকরা তাঁর অবস্থা সংকাটপন্ন হওয়ায় জেলা সদরে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় জেলা সদরে যাওয়া সম্ভব হয়ে উঠে নি। উপজেলা সদর হাসপাতালে তাকে থাকতে হয়েছে।

এদিকে বার বার শিশুটির শরীরের পুড়ে যাওয়া অংশ ড্রেসিং করতে গিয়ে রক্ত শূন্যতা দেখা দেয়। সব শেষে গতকাল (মঙ্গলবার) জরুরী বিভাগের চিকিৎসকরা শিশুটিকে জরুরী ভিত্তিতে এক ব্যাগ রক্ত দেওয়ার জন্য বলেন। কিন্তু সাথে কোন পুরুষ মানুষ না থাকায় এই রক্ত সংগ্রহ করা সম্ভব হয়ে উঠে নি। সন্তানকে বাচানোর জন্য সবার কাছে সহযোগীতা চেয়ে পায় নি তার মা। পরে চিকিৎসক বিমান তার শিশুটিকে রক্ত দান করেন।

চিকিৎসক বিমান চন্দ্র আচার্য জানান, শিশুটির শরীরের অনেকাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। রোগীটির বাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাদের সহযোগীতা করার মত উপজেলা সদরে কেউ ছিল না। শিশুটির মায়ের আর্তনাদ নিজেকে ধরে রাখতে পারেন নি। কোন প্রশংসা পাওয়ার জন্য নয়, সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে তিনি এই কাজটি করেছেন। এর আগেও ১৫ বার তিনি বিভিন্ন সময় অসহায় রোগীদের রক্ত দিয়েছেন বলে জানান তিনি।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, শিশুটি আগুনে পুড়ে আহত হওয়ার পরদিন উপজেলা সদরে পাঠানো হয়েছে। আর্থিক সহযোগীতার পাশাপাশি সার্বক্ষনিক ডাক্তারদের সাথে যোগাযোগ রয়েছে আমার। সব শেষে ডাক্তার বিমান চন্দ্র আচার্য শিশুটিকে রক্ত দিয়ে যে সহযোগীতা করেছেন তা প্রশংসার দাবি রাখে। চিকিৎসকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে এই ধরনের মানবিক হলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাঙ্খিত সেবা পাওয়া নিশ্চিত হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৌমেন সাহা বলেন, দ্বীপ উপজেলা হাতিয়ার ৭ লাখ লোকের জন্য ৫০ শয্যার এই হাসপাতালটি। আইনগত ভাবে অনেক রোগীকে বাহিরে পাঠানোর পরামর্শ দিতে হয়। কিন্তু আর্থিক ও মানবিক বিষয়ে অনেক সময় বাহিরে পাঠানো টা সঠিক হয় না। পুড়ে যাওয়া শিশুটিকে আমাদের একজন রক্ত দিয়েছেন। ঘটনাটি আমি শুনেছি। এটি নিশ্চয় প্রশংসার দাবি রাখে। আমি ব্যাক্তিগত ভাবে তাকে ধন্যবাদ জানাই।

শেয়ার