নারী-পুরুষের বৈষম্য রুখে সবখানে নারীর সমঅধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে উন্নত বাংলাদেশ গড়ার পথ আরো মসৃণ হবে। নারীদের পেছনে ফেলে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সবধরণের নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, ভয়ভীতি থেকে দূরে রেখে নারীদের অগ্রাধিকার ও গুরুত্ব দিতে হবে। সঙ্গে নারী-পুরুষের বৈষম্য নিরসনও জরুরি।
বিশ্বের সাথে তালমিলিয়ে উন্নত, আধুনিক, বিজ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে সবখানে নারীর প্রতিনিধিত্ব বাড়লে আরও দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ।
বুধবার দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন অতিথিরা।
রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এবছর দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন, জাতীয় মহিলা সংস্থা রংপুরের চেয়ারম্যান রোজী রহমান, প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান প্রমুখ। সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
আলোচনা সভায় অতিথিরা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার প্রসংশা করেন। এসময় নারীদের অংশগ্রহণে দেশের অগ্রগতি, উন্নয়ন ও অর্জনে যারা অবদান রেখে চলেছেন তাদের অনুসরণ করে উন্নত, আধুনিক, বিজ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পরে আলোচনা সভা শেষে অনুষ্ঠানে দুজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে পায়রা ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাকর্মচারী ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।