Top
সর্বশেষ

শেরপুরে ৫৬ বস্তা ভিজিডি’র চালসহ ২ অটোরিকশা জব্দ

০৮ মার্চ, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
শেরপুরে ৫৬ বস্তা ভিজিডি’র চালসহ ২ অটোরিকশা জব্দ
শেরপুর প্রতিনিধি :

কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ভিজিডি’র ৫৬ বস্তা চালসহ ২ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে এলাকাবাসী। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের কালাম বাজার থেকে ওইসব চাল জব্দ করা হয়।

এলাকবাসীরা জানান, ভিজিডি’র চাল কালোবাজারে বিক্রির জন্য জেলা শহরে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। কালাম বাজারে পৌঁছালে চাল বহনকারী একটি অটোরিকশার চাকায় সমস্যা দেখা দেয়। চাকা ঠিক করানোর সময় বস্তার গায়ে সরকারি পণ্য লেখা দেখে এলাকাবাসী এসে এর সামনে জড়ো হতে শুরু করেন। এসময় হট্টগোল শুরু হলে গাড়ির চালকরা পালিয়ে যান। এলাকাবাসী গাড়ি ২টি আটক করে উপজেলা প্রশাসনসহ পুলিশকে খরব দেয়। পরে সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এলাকাবাসীর উপস্থিতিতে চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেন। এছাড়া জব্দকৃত অটোরিকশা ২টি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বলাইরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম মনি বলেন, কিছু সুবিধাভোগী আছেন যারা চাল উত্তোলনের পরে বাইরে গিয়ে ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে দেন। তারাই এ কাজটি করে থাকতে পারে। চাল জব্দের বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই। শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে আমি ওই চাল ইউনিয়ন পরিষদের গোডাউনে সংরক্ষণ করেছি। তিনি আরও বলেন, আমরা অটোরিকশার মালিক ও চালকদের খুঁজে বের করার চেষ্টা করছি। তাদের মাধ্যমেই হয়তো প্রকৃত অপরাধীদেরকে ধরতে পারবো।

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন বলেন, জব্দ করা চালের বস্তাগুলো চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। আটক গাড়ি ২টি থানায় পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার