Top
সর্বশেষ

শাহরুখের মেকআপ রুমে ৮ ঘণ্টা লুকিয়ে ছিলেন দুই ব্যক্তি

০৯ মার্চ, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ
শাহরুখের মেকআপ রুমে ৮ ঘণ্টা লুকিয়ে ছিলেন দুই ব্যক্তি
বিনোদন ডেস্ক :

সম্প্রতি বলিউড তারকা শাহরুখ খানের বাংলো মান্নাতে দুজন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছিলেন। পরে তাদেরকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তি শাহরুখ খানের প্রসাধন কক্ষে (মেকআপ রুম) লুকিয়ে ছিলেন প্রায় আট ঘণ্টা।

ভারতের প্রায় সব কটি গণমাধ্যমেই এ খবর ঢালাওভাবে প্রচার করা হয়েছে। বলা হয়েছে, শাহরুখের মান্নাতে ওই দুই ব্যক্তির ঢুকে পড়া অনভিপ্রেত। সকালে শাহরুখ খানের বাড়িতে অনুপ্রবেশ করে ও মান্নাতের তৃতীয় তলায় অভিনেতার প্রসাধন কক্ষে (মেকআপ রুম) লুকিয়ে ছিলেন তারা।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘অভিযুক্ত দুজনই খানের বাংলোতে তার সঙ্গে দেখা করার জন্য লুকিয়েছিল ও প্রায় আট ঘণ্টা ধরে মেকআপ রুমে অভিনেতার জন্য অপেক্ষা করেছিল। তারা রাত তিনটার দিকে ঢুকেছিল ও সকাল সাড়ে ১০টার দিকে ধরা পড়েছে।’

শাহরুখের বাংলোর ম্যানেজার কলিন ডি’সুজা পুলিশকে তার বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তারক্ষী তাকে ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় ফোন করে জানায় যে দুজন লোক বাংলোতে প্রবেশ করেছে।

শেয়ার