Top
সর্বশেষ

দুর্নীতির অভিযোগে ফাঁসতে পারেন বনি সেনগুপ্ত

০৯ মার্চ, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ
দুর্নীতির অভিযোগে ফাঁসতে পারেন বনি সেনগুপ্ত
বিনোদন ডেস্ক :

দুর্নীতির অভিযোগে ফেঁসে যেতে পারেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতির তদন্তে তাকে ডেকে পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চলতি সপ্তাহে তাকে ইডির দফতরে যেতে হবে। বনিও যাবেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে। শুক্রবার যেতে পারেন তিনি।

ইডি সূত্রে খবর, কুন্তলের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছে ইডি। সেই সূত্রেই তাকে তলব। নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতস কাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ঘটনাচক্রে, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে শুক্রবার শান্তনুকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিকবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

শেয়ার