Top
সর্বশেষ

স্বামী প্রবাসে স্ত্রী পেলো সরকারি ঘর!

০৯ মার্চ, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
স্বামী প্রবাসে স্ত্রী পেলো সরকারি ঘর!
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

সবার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই হবে মুজিব বর্ষের লক্ষ্য- এই পদিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে সরকারী ঘর নির্মাণ করে আসছে সরকার।

তারই ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের ভাটরা গ্রামের দুলাল পাটোয়ারী বাড়ীর বাসিন্দা জসিমের স্ত্রী মনোয়ারা বেগম।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার আওতাধীন ১৬-১৭অর্থবছরে সরকারি ঘর বরাদ্ধ পান তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত বিল্ডিংয়ের নকশা পরিবর্তন করে উভয় পার্শ্বে দেয়ালে স্কেচ করে রুম বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও সরকারী ন্যাম প্লেট ভেঙ্গে নিজেদের মনগড়া নতুন ন্যামপ্লেট লাগানো রয়েছে।

সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জায়গায় নাম বিকৃত করে হাসিনরা অবদান কথাটা জুড়িয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য ইসমাইল গাজী বলেন, সরকারী অর্থায়নের তৈরিকৃত ঘর নিজেদের মতো কাজ করছে জানতে
পেরে তাৎক্ষনিকভাবে কাজে বাঁধা দেয় হয়েছে।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, মেম্বারের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এছাড়া নেম প্লেটে প্রধানমন্ত্রীর নাম বিকৃত করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে ঢেকে জিঞ্জাসাবাদ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন মুঠোফোনে বলেন, তার মেয়াদকালে ওই পরিবারকে ঘর দেয়া হয়নি। আর কিছু বলতে রাজি নন তিনি।

শেয়ার