‘কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রত্যাশা প্রজেক্টের আয়োজনে ওয়ার্ল্ড কনসান বাংলাদেশের বাস্তবায়নে কিন্ডারনট হিলফীর সহযোগিতায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্প কলা একাডেমি মুক্ত মঞ্চে উপজেলা নিবাহী কমকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন।
বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস এম নুরুল আমিন, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, এনজিওর ম্যানেজার, রাজকুমার মণ্ডল, প্রজেক্ট অফিসার মালেক সরকার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।