Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন পৌর মেয়র মাসুম

০৯ মার্চ, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন পৌর মেয়র মাসুম
লক্ষ্মীপুর জেলা: :

লক্ষ্মীপুর পৌর ৭নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের আব্দুল মুন্নাফ মসজিদ কমপ্লেক্স ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার জোড়দিঘী শাখা মমিন উল্যাহ রোড এলাকার মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। মসজিদ কমিটির সভাপতি বেলাল হোসেন বাহার -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিন রাজু পাটওয়ারী, মসজিদ কমিটির সহ সভাপতি ওমর ফারুক, সহ সাধারণত সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জহির হোসেন মানিক,সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন, আমির হোসেন স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মানিক, মোঃ শাহজাহানসহ অত্র এলাকার স্বানীয় গণ্যমান্য এলাকাবাসীসহ প্রমুখ।

উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন লক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন।

শেয়ার