‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই শ্লোগানে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ খবরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতিকুজ্জামান আতিক, ফ্রেন্ডশিপের ক্লাইমেট একশন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাহফুজার রহমান, সমাজ উন্নয়ন কর্ম সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার ও সাংবাদিক মোঃ সাওরাত হোসেন সোহেল প্রমূখ। অনুষ্ঠানে সহযোগিতা করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ, আরডিআরএসের সংগ প্রকল্প, কেয়ার বাংলাদেশ, সাজেদা ফাউন্ডেশন ও সমাজ উন্নয়ন কর্ম সংস্থা (সুকস)।