Top

শ্রোতা সংখ্যায় রেকর্ড একাধিক ফিচার চালু স্পটিফাইয়ের

১১ মার্চ, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
শ্রোতা সংখ্যায় রেকর্ড একাধিক ফিচার চালু স্পটিফাইয়ের
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় ৫০ কোটির মাইলফলক পেরিয়েছে স্পটিফাই। এ উপলক্ষে স্মার্ট শাফল এবং পডকাস্ট ও মিউজিক প্লেলিস্টের প্রিভিউ’র মতো বেশকিছু নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে অডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

সাম্প্রতিক বছরগুলোয় ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের মনোযোগ আকর্ষণে পডকাস্ট ও অডিওবুক ব্যবসায় বড় বিনিয়োগ করেছে সুইডিশ কোম্পানিটি। এছাড়া স্ট্রিম অন নামের আয়োজনে নতুন করে ঢেলে সাজানো ইউজার ইন্টারফেস চালুর ঘোষণাও দিয়েছে বলে বার্ত সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া নিজেদের মিউজিক রয়ালটির বার্ষিক প্রতিবেদনের আপডেট প্রকাশ করেছে স্পটিফাই। এতে উল্লেখ করা হয়, গত পাঁচ বছরে ১০ হাজার ও ১০ লাখ ডলারের বেশি অর্থ আয় করা শিল্পীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

স্পটিফাই আরো জানায়, সম্প্রতি পডকাস্টের জন্য চালু করা ‘অটোপ্লে’, পডকাস্ট পর্বের পারসোনালাইজ করা ভিজ্যুয়াল ও অডিও প্রিভিউ, অডিওবুক বা মিউজিক প্লেলিস্ট ও নিউজফিড ডিসকভারির মতো বিভিন্ন ফিচার ব্যবহারকারী বাড়াতে সহায়তা করবে।

শেয়ার