Top
সর্বশেষ

জিজ্ঞাসাবাদে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন বনি সেনগুপ্ত

১১ মার্চ, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
জিজ্ঞাসাবাদে টাকা নেওয়ার কথা স্বীকার করলেন বনি সেনগুপ্ত
বিনোদন ডেস্ক :

ধৃত পশ্চিমবঙ্গের যুবনেতা কুন্তল ঘোষ ৩৫ থেকে ৪০ লাখ টাকা বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে দিয়েছিলেন বলে জানালেন অভিনেতা। বৃহস্পতিবার ইডির দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে এ কথা জানান বনি।

নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করেছিল টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে। সেই তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিয়েছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, টানা ৪ ঘণ্টা ধরে বনিকে জেরা করা হয়। সেই জেরার ফাঁকে লাঞ্চ ব্রেকে অফিসের বাইরে বেরিয়ে অভিনেতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ২০১৭ সালে কুন্তলের সঙ্গে তার আলাপ হয়েছিল। সিনেমা বানানোর জন্য কুন্তল ঘোষ ৩৫ থেকে ৪০ লাখ টাকা দিয়েছিলেন বলে জানান তিনি। তবে সেই সিনেমা বানানোর জন্য কুন্তলের সঙ্গে কোনো এগ্রিমেন্ট হয়নি বলে জানান অভিনেতা।

এদিন বনি সেনগুপ্ত আরও জানান, কুন্তলের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তাকে একটি গাড়ি কিনে দেন কুন্তল ঘোষ। ইডির গোয়েন্দারা কুন্তলের সঙ্গে কবে আলাপ হয়েছে সেই বিষয়ে বনিকে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি কীভাবে তাকে চেনেন বনি, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। কত ট্রানজাকশান হয়েছিল জানতে চান গোয়েন্দারা।

শেয়ার