Top
সর্বশেষ

ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক সাগর

১১ মার্চ, ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ
ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক সাগর
বিনোদন ডেস্ক :

নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩-২৫ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অনন্ত হিরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কামরুজ্জামান সাগর। শুক্রবার (১০ মার্চ) রাত আটটার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন, কায়সার আহমেদ, মনোজ সেনগুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান। সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

শুক্রবার (১০ মার্চ) সকাল দশটা থেকে টানা পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এসএ হক অলিক- ফরিদুল হাসান এবং অনন্ত হীরা-সাগর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নব নির্বাচিত এই কমিটি ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবে।

শেয়ার