Top

গভীর রাতে সরকারি বেদখল পুকুরে লাখ টাকার মাছ ধরলেন এসিল্যান্ড

১১ মার্চ, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
গভীর রাতে সরকারি বেদখল পুকুরে লাখ টাকার মাছ ধরলেন এসিল্যান্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি একটি বেদখল পুকুরে অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৩০ টাকার মাছ উদ্ধার করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

শনিবার (১১ মার্চ) রাত তিন টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় এলাকার একটি সরকারি পুকুরে অভিযান চালিয়ে মাছগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছ সকালে নিলামের মাধ্যমে ১ লাখ ১২ হাজার ৩০ টাকায় বিক্রি করা হয়েছে।

শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে স্থানীয় কিছু দখলদার পুরুরটি দখল করে ভোগ করছিল। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার। গত ১৫ ফেব্রুয়ারি পুকুরটি স্থানীয় দখলদারদের কাছে থেকে উদ্ধার করা হয়। গত রাত তিনটার দিকে ওই পুকুরে মাছ ধরা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। করে উদ্ধার হওয়া মাছ সকালে ১ লাখ ১২ হাজার ৩০ টাকায় বিক্রি করা হয়েছে। রোববার (১২ মার্চ) চালানের মাধ্যমে সরকারি কোষাগারে এই টাকা জমা দেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার