Top
সর্বশেষ

নিপ্পন পেইন্ট ‘এশিয়ান ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড’ বিতরণ

১১ মার্চ, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
নিপ্পন পেইন্ট ‘এশিয়ান ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড’ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :

নিপ্পন পেইন্টের সৌজন্যে ‘এশিয়ান ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড ২০২২’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ মার্চ) রাজধানীর এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টসে প্রতিযোগিতায় বাংলাদেশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এশিয়ার অন্যতম শীর্ষ পেইন্ট ব্যান্ড ‘নিপ্পন’ বাংলাদেশের আর্কিটেকচারাল মাস্টার ও ইন্টেরিয়র ডিজাইনিং প্রতিভাদের ভবিষ্যৎ লালন করার উদ্দেশ্যে ২০১৬ থেকে ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় আর্কিটেকচার ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ফজলে রাব্বি। সিলভার পুরস্কার পান সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সুমন হোসেন। ইন্টেরিয়র ডিজাইনার ক্যাটাগরিতে গোল্ড পুরষ্কার পান শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের জোসেফ এলেক্স ও সিলভার পুরস্কার পান চুয়েটের মুনসুরুন নবী।

গোল্ড পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার টাকা ও সিলভার বিজয়ীরা ২৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছেন। বিজয়ীরা এ বছর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া উভয় বিভাগের আন্তর্জাতিক গোল্ডবিজয়ী প্রতিযোগিরা হাভার্ড ডিজাইন ডিসকভারি সামার প্রোগামে তিন সপ্তাহের জন্য অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে ফ্লাইট ভাড়া, খাবার ভাতা ও বাসস্থান সুবিধা দেওয়া হবে, যার মূল্যমান ১০ হাজার মার্কিন ডলার।

শেয়ার