Top

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ. লীগের বিকল্প নেই’

১১ মার্চ, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ. লীগের বিকল্প নেই’
ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর মহিলা মাদ্রাসা-সুবিদপুর জিপিএস ওয়াপদা বেড়ী বাঁধ রোড উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে উদ্বোধনী উপলক্ষে সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউপি সদস্য আব্দুর রশিদ মিজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের ফলে কোনো এলাকাই আজ অবহেলিত নয়। ধারাবাহিকভাবে সব কাজই সম্পন্ন হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বের ফলেই পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা বৈশ্বিক দুর্যোগের সময়েও ভালো রয়েছি।

উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এম আর এ শাকিল মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, সুবিদপুর ওল্ডস্কীম দাখিল মাদ্রাসার সুপার আক্তার হোসেন সাদেকী, সংসদ সদস্যের প্রতিনিধি জানিবুল হক জুয়েল, সুবিদপুর এলাকার কৃতি সন্তান ও দৈনিক ইলশেপাড় পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মনির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা খালেদ খান, আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, আলাউদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম রোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ প্রমূখ।

শেয়ার