Top
সর্বশেষ

শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ আ. লীগ নেতা গ্রেপ্তার

১২ মার্চ, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ আ. লীগ নেতা গ্রেপ্তার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কলাপাড়ায় ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারনায় গিয়ে এক শিশুকে (১০) ধর্ষন চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা দেলোয়ার তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মার্চ) মধ্যরাতে ধুলাসার ইউনিয়নের বাবালাতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে নৌকা প্রতীকের প্রচারনা চালাতে বরকতিয়া গ্রামে যায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সহ বেশ কয়েকজন কর্মী।

এসময় প্রচারনার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসে। এসুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষন চেষ্টা চালায়। পরে শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, আসামীকে আজই আদালতে পাঠানো প্রেরণ করা হবে ।

শেয়ার