Top
সর্বশেষ

১৫ কোটি টাকার জন্য খুন হন অভিনেতা সতীশ কৌশিক!

১৩ মার্চ, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ণ
১৫ কোটি টাকার জন্য খুন হন অভিনেতা সতীশ কৌশিক!
বিনোদন ডেস্ক :

বলিউডের বিখ্যাত অভিনেতা, কৌতুক অভিনেতা, পরিচালক ও লেখক সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনায় দিল্লির এক নারি দাবি করেছেন , তার স্বামী ১৫ কোটি টাকার জন্য অভিনেতা সতীশকে খুন করেছেন। মহিলার নাম সানভি মালু। তিনি দিল্লির ব্যবসায়ী এবং কুবের গ্রুপের পরিচালক বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী। দিল্লির পুলিস কমিশনারকে চিঠি লিখে এই দাবি করেছেন সানভি মালু।

‘আমার স্বামী ১৫ কোটির জন্য খুন করেছে’
ওই মহিলা সানভি মালু দাবি করেছেন যে তার স্বামী অভিনেতা সতীশ কৌশিককে ১৫ কোটি টাকার বিরোধের জেরে খুন করেছেন। পুলিশের কাছে তার অভিযোগে, সানভি মালু বলেছেন যে কয়েক বছর আগে তার স্বামী সতীশ কৌশিকের কাছ থেকে ১৫ কোটি টাকা নিয়েছিল। কিন্তু তার স্বামীর কাছে শোধ করার মতো টাকা ছিল না এবং কৌশিক টাকা ফেরত চেয়ে ছিলেন। ওই মহিলার আরও অভিযোগ, কৌশিককে ওষুধ খাইয়ে খুন করা হয়েছে। ওই ওষুধগুলো আমার স্বামী সাজিয়েছিলেন।

পার্টিতে যোগদানকারী ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
এর আগে শনিবার, সিনিয়র পুলিশ অফিসার বলেছিলেন যে তারা দিল্লির ফার্ম হাউস থেকে কিছু ‘ওষুধ’ উদ্ধার করেছে। ওই আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর আগে কৌশিক একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। জানা গেছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ এখনও এই বিষয়ে কিছু জানায়নি, তবে ফার্ম হাউসে পার্টিতে অংশ নেওয়া ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

শেয়ার