Top

কানাডায় বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত

১৩ মার্চ, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
কানাডায় বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক :

প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন, নতুন আসা অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা এবং ভবিষ্যতে নিজেদের উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে কানাডায় বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত হয়েছে। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির উদ্যোগে সাউথ ভিউ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে কীভাবে বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রাখা যায় তা নিয়েও আলোচনা হয়।

ক্যালগেরিতে বসবাসরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কমিউনিটি সেন্টারটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির প্রেসিডেন্ট শুকুরুজ্জামান তুহিন। এ সময় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বুয়েটের প্রাক্তন গ্র্যাজুয়েট প্রকৌশলী মোহাম্মদ কাদির অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওসায়েন্টিস্ট অব আলবার্টার (এপিইজিএ) ক্যালগেরি শাখার চেয়ার নির্বাচিত হওয়ায় তাঁকে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বরফাচ্ছন্ন কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে প্রবাসী বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আনন্দ–উৎসবে মেতে উঠেছিলেন। প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ আর তাঁদের পরিবারের সদস্যদের কবিতা, গান আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হন অতিথিরা।

নৈশভোজের পরে শুরু হয় ক্যালগেরির স্থানীয় ব্যান্ড দল ‘কায়া’ এর সংগীত পরিবেশনা। সংগীত আর সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে কমিউনিটি সেন্টার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা সুলতানা সোমা। ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শুকুরুজ্জামান তুহিন বলেন, অনেক দিন পর পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম। এ ধরনের অনুষ্ঠান আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সমকাল এবং আলবার্টার প্রথম বাংলা অনলাইন সংবাদ পোর্টাল প্রবাস বাংলা ভয়েস।

শেয়ার