Top
সর্বশেষ

গুগলের ব্যাকগ্রাউন্ড ছবি পরিবর্তনের উপায়

১৩ মার্চ, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
গুগলের ব্যাকগ্রাউন্ড ছবি পরিবর্তনের উপায়
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ডেস্কটপে গুগলের ব্যাকগ্রাউন্ডে নিজ ছবি ব্যবহার করার সুবিধা চালু হয়েছে। ফলে এখন থেকে যে কেউ নিজের ছবি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবে। গুগল হেল্প থেকে এ তথ্য জানা গেছে।

সাধারণত গুগল সার্চ ইঞ্জিন চালু করলে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড দেখা যায়। নিয়মিত একই ছবি দেখার পরিবর্তে চাইলেই ব্যাকগ্রাউন্ডে পছন্দের ছবি যুক্ত করা সম্ভব। এমনকি নিজের কোনো ছবিও গুগলে ব্যবহার করা যাবে। ক্রোম ব্রাউজার কাজে লাগিয়ে শুধু কম্পিউটার ব্যবহারকারীরা গুগলের ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে পরিবর্তন করতে পারবে।

প্রথমে কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালু করতে হবে। এরপর গুগল ট্যাবের নিচে থাকা কাস্টমাইজ ক্রোম বাটন অপশনে ক্লিক করতে হবে। সেখানে বেশকিছু ব্যাকগ্রাউন্ড ছবি থাকবে। এখানে চাইলে ব্যবহারকারী নিজের ছবি নির্বাচন করতে পারবে। পছন্দের ছবি নির্বাচন করে ডান বা ওকে বাটনে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। রিফ্রেশ ডেইলি অপশন চালু করলে প্রতিদিন নতুন নতুন ব্যাকগ্রাউন্ড স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। তবে যারা পরিবর্তন করতে চান না তাদের জন্য এ অপশন নয়।

শেয়ার