Top
সর্বশেষ

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০টি বসতঘর পুড়ে ছাই

১৩ মার্চ, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০টি বসতঘর পুড়ে ছাই
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই বাড়ির ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়নের পিরোজপুর জলিল মুন্সী বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর মুন্সী বাড়ির মোহাম্মদ মোফাজ্জল মুন্সীর টিনের বসতঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

আগুনের লেলিহান শীখা ছড়িয়ে পড়ে পাশ্বে থাকা কুদ্দুছ মুন্সী(৪৮), শুকুর আলী(৪৩), জুয়েল রানা(৩০), জুলহাস উদ্দীন (৩৫), রবিউল আলম(৩৫), ফারুক(৩৫), সুফিয়ান(৩৫) ফজলুল হক(৬৫), খোরশেদ আলম(৩৬) এর বসত ঘরে ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোফাজ্জল মুন্সী বলেন, বাড়ীর সবার সব শেষ হয়ে গেলো। দশটি বসতঘর পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় তাদের।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার অগ্নিকাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরো বাড়ীর দশ ঘর পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া৷ দশটি বসতঘরে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার জন্য এলাকাবাসীসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, দশটি পরিবার খোলা আকাশের নিচে। তাদের জন্য দ্রুত শুকনা খাবার ও কিছু কম্বল সরবরাহ করা হয়েছে।

শেয়ার