Top
সর্বশেষ

নিজেকে নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করি বললেন জায়েদ

১৪ মার্চ, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
নিজেকে নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করি বললেন জায়েদ
বিনোদন ডেস্ক :

ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এই নায়ক।

সোমবার(১৩ মার্চ) তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘নিজেকে নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করি, অন্যদের কাছে নয়।’

তবে এমন ক্যাপশনে নেটিজেনরা অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। নাজমুল ইসলাম লিখেছেন, ‘তুমি আসলেই একটা তফাৎ গড়ে দিতে পারতে। একটু ভাল অভিনয় আর একটু যুতসই স্টাইল তোমাকে অনন্য করে তুলবে।’

অপূর্ণ রুবেল লিখেছেন, ‘নিজের প্রতি নিজের এত অবিশ্বাস কেন ভাই, যে নিজের কাছে নিজেকে প্রমাণ করতে হবে! আপনি একজন আত্নবিশ্বাসী মানুষ বলেই তো জানতাম।’

এছাড়াও নেটিজেনদের বিভিন্ন ধরনের মন্তব্য করছেন পোস্টটিতে।

শেয়ার