Top
সর্বশেষ

নোয়াখালীতে অবৈধ ‘ঘুষ মার্কেট’ উচ্ছেদ

১৫ মার্চ, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
নোয়াখালীতে অবৈধ ‘ঘুষ মার্কেট’ উচ্ছেদ
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা শহর মাইজদী হকার্স মার্কেট সংলগ্ন সড়কে বসা অবৈধ কাঁচাবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। স্থানীয়দের কাছে এ বাজারটি ‘ঘুষ মার্কেট’ নামে পরিচিত।

সড়কটি দখল করে দীর্ঘদিন যাবত সেখানে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলো স্থানীয়রা। এতে সড়কটিতে বেশিরভাগ সময় যানজট লেগে থাকতো।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। এসময় সড়কটি দখল করে থাকা প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন এবং আহসান হাফিজ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো ধরণের ক্ষয়ক্ষতি ছাড়া অবৈধভাবে দখলকারী ব্যবসায়ীদের উৎখাত করা হয় এবং তাদেরকে যথাযথ স্থানে ব্যবসা করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার