Top
সর্বশেষ

লিন্ডসে লোহান মা হতে যাচ্ছেন

১৫ মার্চ, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ
লিন্ডসে লোহান মা হতে যাচ্ছেন
বিনোদন ডেস্ক :

মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান মা হতে যাচ্ছেন। খবরটি সামাজিক মাধ্যমে এ তারকা নিজেই ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। এছাড়া একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে এসেছে খবরটি।

নিজের ইনস্টাগ্রামে লিন্ডসে লোহান শিশুদের পোশাকের একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত।’ প্রিয় গায়িকার এ পোস্ট দেখে আনন্দে ভাসছেন তার অনুরাগীরা। এরইমধ্যে তারা তাকে জানিয়েছেন শুভেচ্ছা।

এদিকে বিষয়টি নিয়ে লিন্ডসে লোহানও খুব উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস প্রকাশ করে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পরিবারে নতুন সদস্য আগমনের খবরে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের যাত্রা শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’

লোহানের স্বামী বাদের শাম্মাস। তাদের প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ের একটি মিউজিক ফেস্টিভ্যালে। তখনই হৃদয়ের লেনদেন করেছিলেন তারা।

পরে ২০২১ সালে বাগদানের ঘোষণা দেন লোহান-শাম্মাস। গত বছর গাঁটছড়া বাঁধেন তারা। শাম্মাস- লোহান দম্পতির এটিই হতে যাচ্ছে প্রথম সন্তান। পিতা হতে যাচ্ছেন ভেবে শাম্মাসও বেশ আনন্দিত।

শেয়ার