Top

কুড়িগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

১৫ মার্চ, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধি :

‘নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে র‌্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক আকরাম হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইউনুছ আলী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি মানিক চৌধুরী, কুড়িগ্রাম চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আব্দুল আজিজ মিয়া প্রমুখ।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

 

শেয়ার