কুড়িগ্রামের চিলমারীতে এসএসসি পরিক্ষার্থীর বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী প্রমূখ। পরে ২০২২ সালের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।