Top

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

১৬ মার্চ, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।

ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য আফসানা আখতার, মোছা. সাবিনা ইয়াসমিন, সদস্য মোস্তাফিজুর রহমান, আনিসুজ্জামান, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলীপ কুমার রায় প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার মোট ২০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৯৭ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার