ভারতে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন।
রোববার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
দুর্ঘটনায় আহত হয়েছে ৪টি শিশু, এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কুর্নুল জেলার ভেলদ্রুতি মন্ডল এলাকায় মিনিবাসটি ১৮ জন যাত্রী নিয়ে দ্রুতগতিতে ছুটে চলছিল। এক পর্যায়ে এটি সড়ক বিভাজনে উঠে গিয়ে বিপরীত দিক থেকে আসা লড়ির সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
কুর্নুলের পুলিশ প্রধান কে ফকিরাপ্পা বলেন, ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন।
তিনি জানান, চিত্তর থেকে রাজস্থানের আজমিরে যাচ্ছিল বাসটি। বাসের মধ্যেই তাদের মৃত্যু হয়। যন্ত্র দিয়ে কেটে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।