বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চিলমারী উপজেলার আহবায়ক কমিটি।
শুক্রবার সকালে স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয় বাস স্টান্ড মোড়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানার সভাপতিত্বে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাচ্চু মিয়া, মাইদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম মিয়া প্রমূখ।